নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৪,জুলাই :: শিল্পাঞ্চল জুড়ে যেখানে সেখানে রয়েছে বালির স্তূপ। এ বালি কার কে এই বালির স্তূপ গুলির মালিক জানে না কেউ ! রাতের অন্ধকারে বালি জমা করা হচ্ছে। সকালে বিক্রি ও হয়ে যাচ্ছে।
সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে বালির স্টক হচ্ছে এবং বালি বিক্রি হয়ে যাচ্ছে ? তাও আবার ওভার লোড? সরকারি ভাবে যেখানে বর্ষার সময় বালি উত্তোলন বন্ধ সেখানে এত এত বালির স্টক হচ্ছে কি ভাবে ? স্টক গুলির কি লাইসেন্স আছে ? যে গাড়িতে বালি পরিবহন হচ্ছে তার চালান কোথায় ? উঠতে শুরু করেছে প্রশ্ন।
আর সেই খবর ছড়িয়ে পড়ার পরই আসানসোল দক্ষিণ থানার আধিকারিক কৌশিক কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসানসোল দক্ষিণের দামড়া ঘাট থেকে বালি বোঝাই ১০ টি ট্রাক্টর বাজেয়াপ্ত করে ।
প্রশ্ন উঠছে রাতের অন্ধকারে কি ভাবে এই কাজ হচ্ছে ? প্রশ্ন উঠছে.. প্রকাশ্য দিবালোকে রাজস্ব ফাঁকি দিয়ে কি ভাবে এই অবৈধ বালি বোঝাই ট্রাক্টর গুলো চলছে ? সূত্রের খবর প্রশাসন মাঠে নেমেছে তথ্য সন্ধানে।