নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: আসানসোল শহরের একটি হোটেল মালিককে এলোপাথাড়ি গুলি। আসানসোল দক্ষিণ থানার পিপি বা আসানসোল দূর্গাপুর পুলিশ কমিশনারেটের পুলিশ লাইন থেকে সামান্য কিছু দূরে জিটি রোডের ভগৎ সিং মোড় সংলগ্ন সেনরেল রোডে এই ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে।
জানা গিয়েছে , ওই সময় দুই বন্দুকবাজ আচমকাই ঐ হোটেলের মধ্যে ঢুকে পড়ে। তারা লবিতে সোফায় বসে থাকা হোটেল মালিক অরবিন্দ ভগত (৫৫) কে খুব কাছ থেকে পরপর বেশ কয়েক রাউন্ড গুলি করে। সেই সময় তিনি দুই ক্লায়েন্টের সঙ্গে কথা বলেছিলেন। তাদের সামনেই দুই বন্দুকবাজ তাকে গুলি করে। হোটেল মালিকের সঙ্গে থাকা দুজন ঘটনায় হতচকিত হয়ে পড়ে। তারা দৌড়াদৌড়ি শুরু করে দেন।
গুলির শব্দ পেয়ে ছুটে আসেন হোটেলের নিরাপত্তা রক্ষী কালিপদ বাউরি। তাকে বন্দুক তাক করে বন্দুকবাজরা। এরপর তারা হেঁটে হোটেল থেকে বেরিয়ে চলে যায়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায়।ঘটনার খবর পেয়ে আসানসোল দক্ষিণ থানার পুলিশ ছুটে আসে। ঘটনায় পুলিশ তদন্তে নেমেছে।
পুরো ঘটনাটি ধরা পড়েছে হোটেলে লাগানো সিসিটিভি ক্যামেরায়। সঙ্গে সঙ্গে গুলিবিদ্ধ হোটেল মালিককে সেনরেল রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসা হয়। শেষ খবর তার শারীরিক অবস্থার কথা ভেবে দূর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।
পুলিশ জানায়, হোটেল মালিক অরবিন্দ ভগত অন্যদিনের মতো তার হোটেলের লবিতে বসে ছিলেন। এমন সময় হঠাৎ বন্দুকধারীরা হোটেলে ঢুকে তাকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায়। হোটেল ছাড়া অন্য ব্যবসা আছে অরবিন্দ ভগতের।এই ঘটনার পিছনে কারা রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে ।