আসানসোল পৌরনিগমের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে সাফাই কর্মী সহ বিভিন্ন কর্মীদের বিশ্ব পরিবেশ দিবসের টী শার্ট দেওয়া হয় এবং একটা পথ নাটিকার আয়োজন করা হয়

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ৫,জুন :: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস এই উপলক্ষে সোমবার ৫ ই জুন আসানসোল পৌরনিগমের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে সাফাই কর্মী সহ বিভিন্ন কর্মীদের বিশ্ব পরিবেশ দিবসের টী সার্ট দেওয়া হয় এবং একটা পথ নাটিকার আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী, ডেপুটি মেয়র ওয়াসিমুল হক, মেয়র পারিষদ গুরুদাস চ্যাটার্জী সহ অতিথিরা উপস্থিত ছিলেন। চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী জানান বিশ্ব পরিবেশ দিবস ১৯৭৪ সালে ঘোষণা করা হয় । তিনি জানান গান্ধীজী জানতেন ভবিষ্যতে পৃথিবী গরম হবে এবং সবাইকে খাদি পরতে হবে ।

নেহেরু এবং ইন্দিরা গান্ধী শ্লোগান দেন একটি গাছ একটি প্রাণ । সেই শ্লোগানে আমাদের দেশের বিভিন্ন জায়গায় গাছ লাগানো বাধ্যতামূলক হলেও জনগণ নিজেদের স্বার্থে গাছ নিধন করে চলেছে।

তিনি জানান সারা বিশ্বে দশ কোটি গাছ কাটা হলেও দশ লক্ষ গাছ লাগানো হয় নি ফলে পৃথিবীর উষ্ণতা বেড়ে চলেছে, হিমালয়ের বরফ গলছে, নদী শুকিয়ে আসছে তাই ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের সবার উচিত গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =