আসানসোল পৌরনিগমের ১৭ নং ওয়ার্ডে সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৪,জানুয়ারি :: আসানসোল পৌরনিগমের ১৭ নং ওয়ার্ডে সরকারি জমি দখল নিয়ে উত্তেজনা, দু’পক্ষের মধ্যে লাঠি নিয়ে মারপিটে জখম কয়েকজন।

আহত বুদ্ধু যাদব জানান তাদের এলাকায় সরকারি জমি দখল করে নন্দ কিশোর যাদব ঘেরা দিচ্ছিল তখন এলাকার যাদব সম্প্রদায়ের জনগণ তাদের কাছে যান তাদের কিছু জমি ছেড়ে দিতে সেখানে তাদের সম্প্রদায়ের বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে প্যান্ডেল করার জন্য।

কিন্তু হঠাৎ এলাকার কাউন্সিলর লালন যাদবের লোকেরা এসে লাঠি নিয়ে মারপিটে করতে শুরু করে ফলে তার মাথা ফেটে যায় এবং কয়েকজন আহত হয়। এলাকাবাসীরা বেরিয়ে আসলে তারা পালিয়ে যায় পুলিশকে খবর দিলে পুলিশ এসে একজনকে আটক করে নিয়ে গেছে।

অন্যদিকে ১৭ নং ওয়ার্ডের কাউন্সিলর লালন যাদব জানান ইস্কোর জমি দখল নিয়ে ঝামেলা হয়েছে, তিনি ইস্কোর পতিত জমিতে কমিউনিটি হল তৈরী করার জন্য মেয়রকে চিঠি করেছেন এবং ইস্কো কতৃর্পক্ষর সাথে কথা বলেছেন ।

তিনি শুনতে পান কয়েকজন বহিরাগত জমির মাপজোক করছে তার ছেলেরা বাধা দিতে গেলে ঝামেলার সৃষ্টি হয় এতে এলাকার এক যুবকের মাথা ফেটে যায় এবং তার কয়েকজন কর্মী ও নিজে লাঠির আঘাতে আহত হয়। তার আশঙ্কা বহিরাগত এখানে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − 4 =