নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ১৬,ফেব্রুয়ারি :: এটা দুর্ভাগ্য জনক পশ্চিমবঙ্গ কোনো রাজনৈতিক সংগঠন রাজনৈতিক কর্মসূচি হোক বা সামাজিক সংস্থার কর্মসূচি হোক যেটা মুখ্যমন্ত্রী বিচার ধারার বিপরীত সংগঠন কাজকর্মের জন্য তাদের আদালতে যেতে হয়।মোহন ভগবত কর্মসূচীর জন্য হাই কোর্ট অনুমতি দিয়েছে বহু সংখ্যক ভীড় হবে।
কেন্দ্র বাজেট নিয়ে সাংবাদিক দের সামনে তুলে ধরেন।রাজ্য সরকারের বাজেট নিয়ে বলেন এটা মমতা বন্দোপাধ্যায় এর সরকারের শেষ বাজেট।আগামী বাজেট, নির্বাচনের পর বিজেপি সরকার গড়বে!এখানের স্থানীয় ইন্ডাস্ট্রিজ রিভাইজ করার জন্য পুরো একশন প্ল্যান নিয়ে আসা হবে।এই যে ইন্ডাস্ট্রি পশ্চিমবঙ্গে বন্ধ হচ্ছে এ চিন্তার বিষয়।নতুন নিবেশ আসছে না।