আসানসোল / মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন/ আবারও উত্তপ্ত বারাবনি / সিপিএমকে বাধা দেওয়ার অভিযোগ শাসক দলের বিরুদ্ধে.

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: শনিবার ১০,জুন :: রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দেওয়ার দ্বিতীয় দিন শনিবার আবারও উত্তপ্ত হলো পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের বারাবনি ব্লকের বিডিও অফিস চত্বর।

এদিন এখানে সিপিএমের প্রার্থীর ডিসিআর নিতে কর্মীদের বাধা দেওয়ার অভিযোগ উঠে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেসের বিরুদ্ধে।

যা নিয়ে বিডিও অফিস চত্বর রণক্ষেত্রের চেহারা নেয়। পুলিশ কোনমতে পরিস্থিতি সামাল দেয়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ায় রেফ ও কমব্যাট ফোর্স মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, শুক্রবারের এই বারাবনি বিডিও অফিসে সিপিএমের ১৫ প্রার্থীর ডিসিআর কেড়ে নেওয়ার অভিযোগ উঠেছিলো শাসক দলের বিরুদ্ধে।

ঐ ঘটনা নিয়ে সিপিএমের তরফে জেলাশাসক ও পুলিশ কমিশনারের কাছে অভিযোগ দায়ের করা হয়েছিলো। শনিবারও এমন কোন ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা ছিলো। সিপিএমের অভিযোগ, এদিন সকাল থেকেই বারাবনি বিডিও অফিস ঘিরে রেখেছিলো তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা। পুলিশ থাকলেও, তারা কিছু করেনি।

পুলিশের সামনেই তৃনমুল কংগ্রেসের দূষ্কৃতিরা সিপিএমের কর্মীদের বাধা দিলে, সংঘর্ষের চেহারা নেয়। সিপিএমের বারাবনি এরিয়া সম্পাদক তপন দাস বলেন, দলের কর্মীরা ডিসিআর কাটতে গেলে আটকানো হয়।

তৃনমুল কংগ্রেসের লোকেরা দু/তিনজনকে মারধর করেছে। তবে আমরা সেই বাধা উপেক্ষা করে বিডিও অফিসে ঢুকেছি। শাসক দলের তরফে এখনো পর্যন্ত এই অভিযোগ নিয়ে কোন মন্তব্য করা হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × 1 =