আসানসোল :: রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় ৪০০জন শ্রমিক

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: সোমবার ২৪,জুন:: সালানপুর এরিয়ার মোহনপুর খোলা মুখ খনির পাহাড় গোড়ার ইসিএলের খনিতে কয়লা উৎপাদনের কাজের বরাত পেয়েছিল একটি বেসরকারি সংস্থা।কিন্তু রহস্য জনক ভাবে রাতারাতি কোম্পানি সব গুটিয়ে চম্পট দিলে কাজ হারান প্রায় ৪০০জন শ্রমিক।

আজ কাজ হারানো সেইসব শ্রমিকরা ইসিএলের সালানপুর এরিয়া দপ্তরে এসে শ্রমিকরা যাতে কাজ ফিরে পান এবং বকেয়া বেতন পান সেই দাবিতে ধর্ণায় বসেন।ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।পরে বেশ কিছুক্ষণ আলোচনার পর তৃণমূল নেতা মুকুল উপাধ্যায় জানান ইসিএল কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে বকেয়া বেতন তাদের দেওয়া হবে এবং পূনরায় এই কাজ চালু করা হবে।

আসলে বড় বড় কোম্পানিরা বিলো টাকায় কাজতো নিয়ে ফেলে কিন্তু কাজ করাতে পারে না।তারা হয়তো ভেবে ছিলো চুরি করে টাকার ভরপাই করবে।কিন্তু এই জায়গায় চুরি তারা করতে পারেনি।ফলে কোম্পানি পালিয়ে গেলো।এখন বিষয় এতগুলো যুবক কাজ হারা তারা যেন কাজ পায় এই চেষ্টা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =