আসানসোল শিল্পাঞ্চলের বিজেপির কর্মীরা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার দাবিতে মিছিল করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ৬,মে :: আসানসোল শিল্পাঞ্চলের বিজেপির কর্মীরা পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করার দাবিতে মিছিল করে জেলা শাসক দপ্তরে বিক্ষোভ দেখান।

জেলা শাসক দপ্তরে কিছু দূরে একটা সভা করে জেলা শাসক তথা প্রশাসন কাছে নিবেদন করেন অবৈধভাবে ভিসার মেয়াদ শেষ হবার পর পাকিস্তানি নাগরিকদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যাবস্থা করতে।

সভাতে উপস্থিত ছিলেন বিজেপি কেন্দ্রীয় কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির জেলা সভাপতি দেবতনু ভট্টাচার্য, আসানসোল দক্ষিণ বিধানসভার বিধায়িকা অগ্নিমিত্র পাল, প্রাক্তন জেলা সভাপতিদ্বয় সহ বিশিষ্ট নেতৃত্বরা।

কৃষ্ণেন্দু মুখার্জি জানান অনেক পাকিস্তানি নাগরিক আছে যাদের ভিসার মেয়াদ শেষ হবার পর তারা সরকারকে না জানিয়ে পশ্চিম বাংলার বিভিন্ন জায়গায় বসবাস করছে প্রশাসন তাদের চিহ্নিত করে তাদের ফেরত পাঠানোর ব্যাবস্থা করুক এই দাবি নিয়ে জেলা শাসকের দপ্তরে বিক্ষোভ।

বিধায়িকা অগ্নিমিত্র পাল জানান প্রশাসনকে জানানো হবে আসানসোল শিল্পাঞ্চলের আনাচে কানাচে পাকিস্তানি নাগরিকরা বাস করে তাদের চিহ্নিত করতে হবে এবং দরকার হলে বিজেপির কর্মী ও সাধারণ জনগণ তাদের খুঁজে বার করবে, প্রশাসন তাদের চিহ্নিত করে পাকিস্তানে ফেরত পাঠানোর ব্যাবস্থার দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − two =