সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: বৃহস্পতিবার ২৮,আগস্ট :: আসামে কাজ করতে গিয়ে বাস দুর্ঘটনায় মারা গেলেন দক্ষিণ ২৪ পরগনা জেলার কাকদ্বীপ থানার বামানগর পার্বতীপুর এলাকার পরিযায়ী শ্রমিক ২৭ বছরের সোমনাথ জানার।
এ রাজ্যে তথা কাকদ্বীপে সেইভাবে কোন কাজ না পেয়ে পরিবারের আর্থিক অনটনের জ্বালায় ছেলে আসামে কোম্পানিতে পরিযায়ী শ্রমিকের কাজে যায়। বাড়িতেই অসুস্থ বাবা- মা এবং একমাত্র বোন।
তাদের দেখভাল করার জন্য বাধ্য হয়ে নিজের রাজ্যে কোন কাজ না পেয়ে পরিযায়ী শ্রমিকের কাজ করছিল গত প্রায় পাঁচ বছর ধরে। এমনই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যুতে কান্নায় ভেঙে পড়েছে পরিবার থেকে আত্মীয়-স্বজনরা।