সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: বুধবার ১৪,জানুয়ারি :: আসামে মহিষ পাচার করবার আগে এসএসবির হাতে গ্রেপ্তার তিন ব্যক্তি। ঘটনা সম্পর্কে জানা গেছে নকশালবাড়ির সাত ভাইয়া টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে ১৯টি মহিষ সহ গ্রেপ্তার তিন পাচারকারী,
গোপন সূত্র মারফত খবর পাওয়ার পর , সেই খবরের ভিত্তিতে নকশালবাড়ি ব্লকের সাত ভাইয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় অভিযান চলায় এসএসবির ৪১নম্বর ব্যাটেলিয়ানের জাওয়ানরা। অভিযানে মেলে সাফল্য, অভিযান চালানোর সময় একটি আসাম নম্বর গাড়িকে দাঁড়াতে বলেন এস এস বির জাওয়ানরা।
তবে সেই গাড়িটি না দাঁড়িয়ে সেখান থেকে পালিয়ে যাবার চেষ্টা করে। সেই গাড়িটির পিছনে ধাওয়া করেন এসএসবির জাওয়ানরা। গাড়িটি পালানোর সময় এসএসবি গাড়িটিকে ধাক্কা দেয়।
এস এস বি জওয়ানদের গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় ।এস এসবির জওয়ানদের গাড়িটি দুমড়ে-মুচড়ে যায় এবং দু’জন কনস্টেবল গুরুতর আহত হন।
যদিও পরবর্তীতে এস এসবি ও নকশালবাড়ি থানার পুলিশ ওই গাড়িতে ধাওয়া করে ধরে ফেলেন।এই ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করা হয়। ধৃতরা হলেন নজরুল ইসলাম,মহম্মদ মনোজম,বিমান ঘোষ।নজরুল আসামের বাসিন্দা এবং মনোজোম ও বিমান নকশালবাড়ি বাসিন্দা।
পাচারের উদ্দেশ্যে গাড়িতে থাকা মহিষগুলো পুলিশের হাতে তুলে দেয় এস এস বি জওয়ানরা।নকশালবাড়ি থানার পুলিশ সূত্র মারফত জানা গেছে ওই গাড়িতে মোট ১৯টি মহিষ ছিল।উদ্ধার হওয়া মহিষ নকশালবাড়ি থেকে আসামে পাচারের জন্য পরিকল্পনা চালাচ্ছিল পাচারকারীরা।
তবে এই ঘটনার সঙ্গে আর কে বা কারা জড়িত রয়েছে সেই যাবতীয় বিষয় খতিয়ে দেখা হচ্ছে।আহত এস এসবি দুই কনস্টেবলের চিকিৎসা চলছে। ধৃত তিন জনকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হবে।

