আহত ও নিখোঁজদের পরিবারের সঙ্গে দেখা করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সাগর :: রবিবার ৪,জুন :: জীবন-জীবিকার টানে কাজের জন্য কেরালার উদ্দ্যেশে পাড়ি দিয়েছিল গঙ্গাসাগরের বেগুয়াখালির বাসিন্দা স্বপন প্রামাণিক ,কার্তিক পাইক ও সুব্রত হালদার। শুক্রবারের অভিশপ্ত করমন্ডল এক্সপ্রেসে সওয়ার হয়েছিল তিনজন। এরপর সেই ভয়ানক দুর্ঘটনা । এই দুর্ঘটনায় প্রায় তিন শতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে ।

আহত ও নিখোঁজের সংখ্যাও প্রচুর । মর্মান্তিক দুর্ঘটনার পর সাগরের দুই যুবককে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা গেলেও এখনো পর্যন্ত স্বপন প্রামাণিক নামে এক যুবক নিখোঁজ রয়েছে। পরিবরের সদস্যরা উৎকণ্ঠার মধ্যে রয়েছে । আহত ও নিখোঁজ ওই যুবকদের পরিবারের পাশে দাঁড়াতে রবিবার গঙ্গাসাগরের বেগুয়াখালি এলাকায় পরিবারের সঙ্গে দেখা করতে হাজির হন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম চন্দ্র হাজরা।

পরিবারের লোকজনের সঙ্গে কথা বলেন । এদিন তাঁর সঙ্গে ছিলেন সাগরের বিডিও ভরত সিং ও পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান ও গঙ্গাসাগর উপকূল থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সঞ্জয় দে। এই বিষয়ে সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা বলেন, আহত ব্যক্তিদের সব রকম সাহায্যের জন্য রাজ্য সরকার প্রস্তুত রয়েছে ।

পাশাপাশি নিখোঁজ যুবককে যত দ্রুত সম্ভব উদ্ধারের জন্য রাজ্য সরকার যা যা করার সবকিছুই করবে। এই মর্মান্তিক দুর্ঘটনায় যে সকল যাত্রীরা মারা গিয়েছে সকল যাত্রীদের পাশে রাজ্য সরকার রয়েছে। রাজ্য সরকার সব রকম সাহায্য করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =