নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২২,মে :: ইংরেজবাজার পৌরসভার অর্থানুকূল্যে বুধবার দু-দুটি কাজের উদ্বোধন হয়ে গেল ২৮নং ওয়ার্ড এলাকায়। প্রথম কাজ হিসেবে একটি নব নির্মিত পরিশ্রুত পানীয় জলাধারের উদ্বোধন চোখে পড়ে ২৮নং ওয়ার্ড এলাকায় অবস্থিত সেন্ট মেরী ক্যাথলিক চার্চ প্রাঙ্গণে।
দ্বিতীয় কাজ হিসেবে রাস্তার উদ্বোধন হয় ২৮নং ওয়ার্ডের এয়ারভিউ কমপ্লেক্স এলাকায়। পৃথক পৃথক দুটি কাজের উদ্বোধন পর্বে হাজির ছিলেন ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী, ২৮নং ওয়ার্ডের কাউন্সিলর প্রসেনজিৎ ঘোষ সহ অন্যান্যরা।
তাদের সকলের উপস্থিতিতে পৌরসভার চেয়ারম্যান ফিতে কেটে, নারকেল ফাটিয়ে নব নির্মিত পরিশ্রুত পানীয় জলাধার এবং রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।