ইংরেজবাজার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর প্রস্তাব দুয়ারে সরকার প্রকল্পের মতন এবার দুয়ারে পুরসভা

কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: আসতে হবে না তাদের দুয়ারে পৌঁছাবে পুরসভা। দুয়ারে সরকার প্রকল্পের মতন এবার দুয়ারে পুরসভা । ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নেওয়ার পর এই ঘোষণা করলেন ইংরেজবাজার পৌরসভার নবনিযুক্ত চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী।পূর্ব ঘোষণা মত ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান পদে শপথ নিলেন কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ২৯ জন মোট কাউন্সিলর এর মধ্যে ২৫ জন তৃণমূল থেকে নির্বাচিত কাউন্সিলর ও একজন নির্দল কাউন্সিলর মোট ২৬ জন তাকে ভোট দেন।

২৯ জনের মধ্যে ২৫ টি আসন জয়লাভ করেছে তৃণমূল। তিনটি আসন জয়লাভ করেছে বিজেপি। একটি আসন জয়লাভ করেছেন নির্দল।অন্যদিকে বিজেপির পক্ষ থেকে চেয়ারম্যান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা হয় প্রতিদ্বন্দ্বিতা করেন বিজেপি কাউন্সিলর অম্লান ভাদুরি তিনজন বিজেপি কাউন্সিলর তাকে ভোট দেন।পুরসভার সামনে উল্লাস কৃষ্ণেন্দু অনুগামীদের ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 17 =