কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: পুরভোটের আগে মালদার ইংরেজবাজার পুরসভায় বিজেপিতে ভাঙ্গন। ইংরেজবাজার পৌরসভার শতাধিক বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। বিজেপির দক্ষিণ নগর মন্ডলের কো-কনভেনার , আইটি সেল এর কনভেনার সহ বিজেপি থেকে তৃণমূলে আসা নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন মালদা জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সী। যদিও এই দলবদলকে গুরুত্ব দিতে নারাজ বিজেপি।
আগামী রবিবার ইংরেজবাজার পৌরসভার ভোট গ্রহণ। তার আগে ইংরেজবাজারের শক্তি বৃদ্ধি হল তৃণমূল কংগ্রেসের।সোমবার মালদা জেলা তৃণমূল কার্যালয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী। বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছিল না তাই দলবদল, জানিয়েছেন যোগদানকারী বিজেপি নেতা সুভাঞ্জন গোস্বামী।
তিনি আরও জানান,বিধান সভা ভোটের আগে বিজেপিতে যোগদান করলেও তারা কি কাজ করবে কার সাথে কাজ করবে তাদের কিছু জানানো হত না।
এই যোগ দানের ফলে ইংলিশ বাজারে তৃণমূলের ভোট আরো বাড়লো প্রতিক্রিয়া জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সীর। এই দলবদলের ফলে বিজেপিতে কোনো প্রভাব পড়বে না প্রতিক্রিয়া দক্ষিণ মালদা সাংগঠনিক জেলার বিজেপির সাধারণ সম্পাদক গৌর মন্ডলের।