কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদা :: তৃণমূল এবং বিজেপির প্রার্থীর ফ্লেক্স ছেড়াকে কেন্দ্র করে উত্তেজনা। ইংরেজবাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডের ঘটনা। একে অপরের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন তৃণমূল এবং বিজেপি। মালদার ইংরেজবাজারের বাঁশবাড়ি ১৪নম্বর ওয়ার্ডের ঘটনা।
ইংরেজবাজার পৌরসভা নির্বাচনে ১৪নম্বর ওয়ার্ড তৃণমূল. প্রার্থী করেছে শম্পা সাহা বসাককে। অন্যদিকে বিজেপি প্রার্থী ডলি চৌধুরী। তৃণমূলের অভিযোগ শুক্রবার রাতে প্রার্থীর সমর্থনে লাগানো পোস্টার ব্যানার ছিঁড়ে ফেলা হয়। এর পিছনে হাত রয়েছে বিজেপির।
যদিও অভিযোগ অস্বীকার করে বিজেপির দাবি তাদের ফ্লেক্স ব্যানার পোস্টার ছিঁড়ে ফেলে তৃণমূল নেতারা। উভয় পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনা ঘিরে উত্তপ্ত ইংরেজবাজার পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ড।