কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ২৮,সেপ্টেম্বর :: ইংরেজবাজার পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে ডেঙ্গু মোকাবেলায় ড্রোন উড়লো মালদা শহরে। ডেঙ্গু আতঙ্কে ভুগছে জেলা সহ ইংরেজবাজার শহর। ডেঙ্গু নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু করেছে পুর কর্মীরা।
বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা নাগাদ ইংরেজবাজার পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের কালীতলা এলাকায় ডেঙ্গু প্রতিরোধে উড়ানো হয় ড্রোন। উপস্থিত ছিলেন, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, সদর মহকুমা শাসক পঙ্কজ তামাং ,১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ছবি দাস সহ পুর আধিকারিক ও ওয়ার্ড কমিটির সদস্যরা।
এদিন চেয়ারম্যান ও সদর মহকুমা শাসকের উপস্থিতিতে ড্রোন ক্যামেরা দিয়ে ওয়ার্ডের বিভিন্ন বাড়ির ছাদে নজরদারি চালানো হয়। কোথাও জল জমে রয়েছে কিনা তা দেখা হয় ড্রোন ক্যামেরার মাধ্যমে। নজরদারি করে ড্রোন ক্যামেরায় ধরা পড়ে বেশ কয়েকটি বাড়ির ছাদে জমে রয়েছে জল। ছবি দেখে তৎক্ষণাৎ সেই জল ফেলার জন্য এলাকাবাসীর কাছে আবেদন জানান কৃষ্ণেন্দু বাবু।