কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ইংরেজবাজার শহর যুব তৃণমূল কংগ্রেস ও তৃণমূল ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে মালদা শহরের এক সুবিশাল প্রতিবাদ মিছিল বের করা হয় । মিছিলে উপস্থিত ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি তথা বৈষ্ণবনগর বিধানসভার বিধায়িকা চন্দনা সরকার ।
এ ছাড়াও উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল, যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সৌমিত্র সরকার, মালদা জেলা পরিষদের সদস্য স্বপন মিশ্র, প্রতিভা সিং সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা।
মঙ্গলবার বিকেলে মালদা শহরের টাউন হলের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে সারা শহর পরিক্রমা করে মালদা শহরের রবীন্দ্র এভেনিউ রবীন্দ্রনাথের মূর্তির পাদদেশে এসে শেষ হয়।