নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হুগলি :: সোমবার ১৫,ডিসেম্বর :: ইংরেজি নববর্ষকে সামনে রেখে পর্যটকদের জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে হুগলি ইমামবাড়ায়।
ঐতিহ্যবাহী এই স্থাপত্যকে নতুন রূপ দিতে জুড়ে দেওয়া হয়েছে পরিকল্পিত আলোকসজ্জা ও আলোকমালা। মূল প্রবেশপথ, গম্বুজ, বারান্দা ও চত্বর জুড়ে আলোয় ঝলমল করছে গোটা ইমামবাড়া এলাকা।
এই আলোকসজ্জার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনিযুক্ত পৌরপ্রধান সৌমিত্র ঘোষ সহ একাধিক বিশিষ্ট ব্যক্তিবর্গ। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার কথা মাথায় রেখে পরিষ্কার-পরিচ্ছন্নতা, হাঁটার পথ ও বসার জায়গার উন্নয়নেও জোর দেওয়া হয়েছে।নববর্ষের ছুটিতে দেশ-বিদেশের পর্যটকদের আকর্ষণ করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই কাজ সম্পূর্ণ হলে ইংরেজি নববর্ষে নতুন রূপে দর্শনার্থীদের সামনে খুলে যাবে আলোকোজ্জ্বল হুগলি ইমামবাড়া।

