ইউএসজি বিভাগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় সেই রোগীকে। যার জেরে আরও অবনতি ঘটে শারীরিক অবস্থার এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে ওই রোগীর।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৮,এপ্রিল :: বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ফের এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল জেলার মানুষ। অভিযোগ, সোমবার রাতে অক্সিজেন সাপোর্ট ছাড়াই এক গুরুতর অসুস্থ রোগীকে পাঠানো হয় ইউএসজি করাতে।

শুধু তাই নয়, ইউএসজি বিভাগে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে বাধ্য করা হয় সেই রোগীকে। যার জেরে আরও অবনতি ঘটে শারীরিক অবস্থার এবং শেষ পর্যন্ত মৃত্যু ঘটে ওই রোগীর। মৃতের নাম আকরামা বিবি, বয়স আনুমানিক ৬৫ বছর।

তিনি পূর্ব বর্ধমান জেলার দুবরাজ দীঘি এলাকার বাসিন্দা ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, হাসপাতালের চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর শ্বাসকষ্ট বাড়তে শুরু করে। তবুও, তাঁকে অক্সিজেন সাপোর্ট ছাড়াই পাঠানো হয় ইউএসজি করাতে।

হাসপাতালের ইউএসজি বিভাগে পৌঁছেও দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হয় রোগীকে।অভিযোগ, সেখানকার এক কর্মীর গাফিলতির ফলেই এই ঘটনা ঘটে।

এই মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়ায় হাসপাতালের অন্দরে। ক্ষোভে ফেটে পড়েন মৃতার পরিবার ও আত্মীয়রা। তাঁদের দাবি, হাসপাতালের চূড়ান্ত অব্যবস্থাপনা এবং দায়িত্বজ্ঞানহীন আচরণের কারণেই প্রাণ হারাতে হল আকরামা বিবিকে।

পরিবারের অভিযোগ, “যে অবস্থায় রোগী ছিলেন, তাতে তাঁকে অক্সিজেন ছাড়া কোথাও পাঠানো উচিত ছিল না। উপরন্তু, গুরুতর অসুস্থ রোগীকে দাঁড় করিয়ে রাখাটা একেবারেই অমানবিক ও বিপজ্জনক”।

এই ঘটনায় বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের বিরুদ্ধে একের পর এক প্রশ্ন উঠতে শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 5 =