ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। সেই প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁ আলোচনা করেছেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::বিদেশ ডেস্ক :: শনিবার ৬,সেপ্টেম্বর :: ইউক্রেন যুদ্ধের সমাধান খুঁজতে কূটনৈতিক তৎপরতা জোরদার হচ্ছে। সেই প্রেক্ষাপটেই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাকঁ আলোচনা করেছেন।

কূটনৈতিক সূত্রে জানা গিয়েছে, ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ণ মীমাংসা, আন্তর্জাতিক স্থিতিশীলতা ও বৈশ্বিক খাদ্য–জ্বালানি নিরাপত্তা আলোচনার মূল বিষয় ছিল।

মোদির সঙ্গে ফোনালাপে মাকঁ ভারতের নিরপেক্ষ ভূমিকার প্রশংসা করেন এবং যুদ্ধ বন্ধে নয়া উদ্যোগে নয়াদিল্লির সক্রিয় সহায়তা চান। প্রধানমন্ত্রী মোদি আবারও বলেন, “যুদ্ধ নয়, আলোচনাই সমস্যার সমাধান।”

ভারত ও ফ্রান্সের এই উচ্চপর্যায়ের কথোপকথনকে আন্তর্জাতিক মহল তাৎপর্যপূর্ণ বলে মনে করছে। কারণ, পশ্চিমা দেশগুলির সঙ্গে রাশিয়ার সম্পর্ক যখন ক্রমশ তিক্ত হচ্ছে, তখন ভারতকে সেতুবন্ধনের ভূমিকা পালন করতে পারে বলেই আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 5 =