ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী প্রথম স্থানাধিকারী হয়েছেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: ইউপিএসসি’র ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় বাংলার মুখ উজ্জ্বল করলেন আসানসোলের বাঙালি ছাত্র। আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী প্রথম স্থানাধিকারী হয়েছেন।

ইউপিএসসিকে একেবারে পাখির চোখ করে এগিয়েছিলেন সিঞ্চন। প্রথমবার পরীক্ষা দিয়েছিলেন প্রস্তুতি ছাড়া। পরেরবার প্রস্তুতি নিতেই তাক লাগানো সাফল্য।

সিঞ্চন আসানসোল রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী। তাঁর বাড়ি আসানসোল ইসমাইল মাদার টেরেজা সরণিতে। পরে কলকাতার আইএসআই থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স করেন। নিম্ন মধ্যবিত্ত পরিবারের সন্তান তিনি।

বাবা প্রদীপ অধিকারী মাইন্স বোর্ড অব হেলথের কর্মী। মাইন্স বোর্ড অফ হেলথ বর্তমানে রুগ্ন সংস্থা। মা সুজাতাদেবী গৃহবধূ। সাফল্যের পুরো কৃতিত্বটাই সিঞ্চন দিতে চান বাবা-মাকে।

সিঞ্চনের বাবা জানিয়েছেন, ‘ইউপিএসসিতে পাশ করা ওর স্বপ্ন ছিল। কিন্তু এভাবে দেশের মধ্যে প্রথম স্থান দখল করবে, তা ভাবিনি। খুব ভাল লাগছে। শুধু পরীক্ষায় প্রথম নয়, প্রশাসক হিসাবেও যেন এক নম্বর হয়, এটাই চাইব।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × one =