নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: টাকি :: শনিবার ৪,অক্টোবর :: উত্তর ২৪ পরগনা, বসিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের প্রায় সাড়ে চার হাজার ছোট মাঝারি বড় পুজো হয়। বৃহস্পতিবার থেকে টাকির ইছামতি নদী বিসর্জন হয়েছে শুক্রবার সেই ধারা অব্যাহত ছিল।
কড়া নিরাপত্তার মধ্য শান্তিপূর্ণ প্রতিমা নিরঞ্জন হয়েছে ইছামতি দুজন রুখতে বাদুড়িয়া বসিরহাট টাকি পৌরসভার পৌর কর্মীরা ঘাটে ঘাটে মা দুর্গার কাঠামো তোলার কাজ শুরু করেছে। সেই সঙ্গে ফেলা প্রতিমার রংবেরঙের শাড়ি অস্ত্রশস্ত্র সেটাও চেষ্টা করছে যাতে নদী থেকে তুলে নেওয়া যায়।তার জন্য সকাল থেকে শুরু হয়েছে কাঠামো তোলার কাজ ইতিমধ্যে পৌরসভা থেকে বিষয়টা গুরুত্ব সহকারে দেখছে যাতে যে কোন মূল্যে ইছামতি নদী দূষণ রোধ করতে হবে। না হলে যেসব জলজ প্রাণী মাছ রয়েছে সেগুলো মরতে পারে এই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায়চৌধুরী, বাদুড়িয়া চেয়ারম্যান দীপঙ্কর ভট্টাচার্য, টাকি পৌরসভার চেয়ারম্যান সোমনাথ মুখার্জিরা বলেছেন,
আগে থাকতে এই মাইকে সতর্ক করা হয়েছিল মাইকিং করা হয়েছিল নদীতে কোন রকম ভাবে দুর্গা প্রতিমা যত্রতত্র নদীতে ফেলবেন না নির্দিষ্ট জায়গায় প্রতিমার নিরঞ্জন করুন ।
সব মিলিয়ে সকাল থেকে কাঠামো তোলার কাজ শুরু করেছে পৌরকর্মীরা তারা বলছেন দ্রুত সম্ভব কিন্তু আমরা সতর্ক রয়েছি কোন রকম ভাবে যাতে দূষণ না ছাড়ায় তা সবরকম চেষ্টা চালাচ্ছি ।