নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট :: বুধবার ১৬,জুলাই :: বসিরহাট মহাকুমার স্বরুপনগর ব্লকের ইছামতি নদীর উপরে কাটাবাগান ও চারঘাট গ্রাম পঞ্চায়েতের টিপি গ্রাম সংযোগকারী বাঁশের সাঁকো ভেঙে পড়ে বিপত্তি তিনটি গ্রাম পঞ্চায়েতের ৫০ হাজার মানুষের।গত কয়েকদিন আগে ওই বাঁশের সাঁকো টি দুর্বল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছিল সেই খবর সম্প্রচার হয় বিভিন্ন সংবাদমাধ্যমে সেখানে গ্রামবাসীদের দাবি ছিল একটি কংক্রিটের পাকা সেতু, কেননা বিভিন্ন দরকারি কাজে হাসপাতাল বিডিও অফিস থানা থেকে শুরু করে একাধিক দপ্তর রয়েছে স্বরূপ নগরে
তাই তাদের দাবি ছিল একটি পাকাপোক্ত সেতুর। তারপর আজ বিকাল তিনটা নাগাদ সেই নড়বড়ে বাঁশের সাঁকোটি হঠাৎই ভেঙে নদীর জলে তলিয়ে যায়। বিপদের মুখে হাজার হাজার গ্রামবাসী, তাদের একমাত্র নদী পারাপারের ভরসা ছিল এই বাঁশের সাঁকো। সেটি ভেঙে যাওয়ায় মহা বিপদে গ্রামবাসীরা।