ইজরায়েল এর যুদ্ধের হিংসার আঁচ বীরভূমে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুব্রাজপুর :: বুধবার ১,নভেম্বর :: রাণীগঞ্জ মারগ্রাম জাতীয় সড়কে দুবরাজপুর ১১- ৭ নম্বর ওর্য়াড এলকা পড়ে থাকতে দেখা গেল বেশ কয়েকটি ছবি। সেটি হলো ইসরায়ল দেশের জাতীয় পাতকা তে লেখা “ হেট্ ইজরায়েল “ একই সাথে পায়ের জুতোর ছাপ দেওয়া ছবি।

কে বা কারা রেথেছে এ নিয়ে উঠছে কিন্তু প্রশ্ন । কারণ ভারত এই যুদ্ধে নিরপেক্ষ নীতি গ্রহণ করছে, এছাড়াও ফিলিস্তিনের জন্য ঔষধ ও সরবাহ করছে।তবে হামাসের হামলায় যে ইসরায়ল যে বাসিন্দা মৃত্যু হয়েছে তাদের জন্য গভীর শোকপ্রকাশ করছে ভারত।

তবে প্রতন্ত্য শহরে ইসরায়ল দেশের পাতকা উপর এই ধরনের ধিক্কার জনক পোস্টার কিন্তু বহু প্রশ্ন তুলছে। এবিষয়ে সাধারন গ্রামবাসিরা জানেন না কেন বা কারা এই ধরনের ছবি রাস্তায় দিয়েছে। অপরদিকে দুবরাজপুর পুরসভার চেয়ারম্যান পিজুস পাণ্ডে বলছেন , সাধারণ মানুষ সকালে দেখতে পায় হেট ইসরায়ল জুতোর পোষ্টার দেওয়া ছবি। পুলিশকে জানিয়েছি বিষয়টা দেখছেন , পোস্টার গুলো সরিয়ে দেওয়া হয়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =