নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: এগরা :: রবিবার ১৯,জানুয়ারি :: ইটভাটায় বহিরাগত দুষ্কৃতীদের আক্রমণ ও শ্রমিকদের মারধরের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত এলাকা। এগরার বাথুয়াড়ি গ্রাম পঞ্চায়েতের নুরভূঁইয়াচক গ্রামের এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আতঙ্কিত ইটভাটার মালিক ও শ্রমিকরা।
পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, পার্শ্ববর্তী পটাশপুর থানার সাতশতমাল এলাকা থেকে রেজ্জাক আলি নামে এক ব্যক্তির নেতৃত্বে কয়েকজন দুষ্কৃতী এগরার সেই ইটভাটায় আসে এবং অতর্কিতে হামলা চালায়। কর্মরত শ্রমিকদের মারধর করা হয়। ভাতের হাঁড়ি উল্টে দেওয়া হয়।
তারপর মালিক ও শ্রমিক সহ সকলকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। শ্রমিকদের কাজ ছেড়ে দিয়ে চলে যেতে বলে সেই দুষ্কৃতীরা। ঘটনার পরই ইটভাটার মালিক এগরা থানার দ্বারস্থ হন। রেজ্জাক আলি সহ বেশ কয়েকজনের নামে থানায় অভিযোগ দায়ের করেন প্রয়োজনীয় পদক্ষেপ করার আবেদন জানান ইটভাটার মালিক অরুণকুমার মাইতি।
এদিকে বর্তমানে এলাকায় আতঙ্কের পরিবেশ রয়েছে। মারধর ও হুমকির পর ইটভাটায় কর্মরত শ্রমিকরা ভয়ে কাজ করতে চাইছেন না। শুধু তাই নয়, বেশ কিছু শ্রমিক ইতিমধ্যে কাজ ছেড়ে পালিয়ে গিয়েছেন বলেও জানা গিয়েছে।