নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কুলটি :: মঙ্গলবার ৯,সেপ্টেম্বর :: বিশ্ব মঞ্চে ভারতীয় চলচিত্র পেল অন্যতম সেরার শিরোপা। ইটালির ৮২তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অনুপর্ণা রায় তাঁর সিনেমা Songs of Forgotten Trees -এর জন্য পেলেন সেরা পরিচালকের খেতাব ‘ওরিজন্তি’।
অনুপর্ণা রায়ের পরিবার পুরুলিয়া জেলার নিতুড়িয়া ব্লকের নারায়ণপুর গ্রামের আদি বাসিন্দা। বাবা ব্রহ্মানন্দ রায় কয়লাখনিতে চাকরির করতেন। এদিকে চাকরিতে বদলির জন্য তাঁর বাবাকে যেতে হয় পশ্চিম বর্ধমানের কুলটিতে। সেখানেই স্থানীয় কুলটি কলেজে ইংরেজি অনার্সের পড়াশোনা শেষ করেন অনুপর্না।মাস কমিউনিকেশনের পড়াশোনার জন্য যান নয়াদিল্লীতে।পরে যান মুম্বাইতে। তাঁর পরিবার সূত্রে জানা যায়, কম বয়স থেকে লেখালেখিতে শখ ছিল মেয়ের। সত্যজিৎ রায় ছিলেন তাঁর অন্যতম পছন্দের। মেয়ের এই সাফল্যে অত্যন্ত খুশি ব্রহ্মানন্দ রায়।
মঙ্গলবার সকালে তার বাড়িতে গিয়ে দেখা গেল শুভেচ্ছা জানাতে ভিড় জমিয়েছেন পড়শিরা ।ব্রহ্মানন্দ রায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন। পাশাপাশি সকালে বাম নেতা মোঃ সেলিমের সঙ্গে মীনাক্ষী মুখার্জী টেলিফোনের মাধ্যমে কথা বলিয়েছেন।
তিনিও শুভেচ্ছা জানিয়েছেন। কুলটির মেয়ে অনুপর্ণা আন্তর্জাতিক মঞ্চে এই খ্যাতি অর্জনের জন্য তার পরিবারের সাথে কুলটি তথা পশ্চিমবঙ্গের মানুষও আনন্দ ভাগ করে নিয়েছেন।