কুমার মাধব :: সংবাদ প্রবাহ :: মালদহ :: সোমবার ১৮,ডিসেম্বর :: ইট ভাটা শ্রমিকের গলাকাটা মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো ইংরেজবাজার থানার বাগবাড়ির পলাশবাড়ী এলাকায়। মৃত শ্রমিকের নাম রিঙ্কু পাহাড়ি, বয়স ২৫ বছর।

সোমবার সকালে বাগবাড়ি বাঁধের পাশে তার গলাকাটা মৃতদেহ জলাশয়ের ধারে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন। তার পরিবার ও পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। কি কারণে এই ঘটনা পুরো তদন্ত শুরু করছে ইংরেজবাজার থানার পুলিশ।