নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: শুক্রবার ৯,জানুয়ারি :: আইপ্যাক এর দপ্তরে ইডি হানার প্রতিবাদ জানিয়ে পথে নেমে প্রতিবাদ মিছিল বিক্ষোভ প্রদর্শন কর্মসূচি পালন করল তৃণমূল নেতৃত্ব। শুক্রবার বিকেলে রতুয়া দুই ব্লক যুব তৃণমূল নেতৃত্বের উদ্যোগমতো পরানপুর এলাকায় এই প্রতিবাদ কর্মসূচি গ্রহণ করা হয়।
নেতৃত্বে ছিলেন ব্লক যুব তৃণমূলের সভাপতি শেখ শাহজাহান ছাড়াও দলের কয়েকশো নেতাকর্মী। আইপ্যাক এর দপ্তরে ইডি হানা দিয়েছে গতকাল এই গোটা ঘটনার পর থেকে দিকে প্রতিবাদ জানাচ্ছে তৃণমূল।
কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে রাজনৈতিক ফায়দা লোটার জন্য এই ধরনের কাজ করাচ্ছে কেন্দ্রের বিজেপির সরকার এমনই অভিযোগ তৃণমূল নেতৃত্বের।
আর এই অভিযোগ কে সামনে রেখে পরানপুর এলাকা জুড়ে পদযাত্রা এবং প্রতিবাদ বিক্ষোভ করা হয়। কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান তৃণমূলের নেতৃত্বরা

