নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: সোমবার ১৮,ডিসেম্বর :: আজ প্রায় সকাল সাড়ে ৭ টা নাগাদ, ইডেন গার্ডেনের সিএবি-এর একজন গ্রাউন্ড স্টাফ তার নাম দৈতারি বারিক, কলকাতার ইডেন গার্ডেনের কে, ব্লকের উপরের টায়ারে একজনকে ঝুলে থাকতে দেখে ইডেন গার্ডেনে কর্তৃপক্ষকে সম্পূর্ণ বিষয়টি জানান।

এই মৃত যুবক গ্রাউন্ড স্টাফদের চাকরি খুঁজছিলেন। প্রসঙ্গত, গতকাল থেকে যুবক নিখোঁজ ছিল। ময়দান থানায় মিসিং ডায়েরি করা হয়, পুলিশ সূত্রের খবর। তারপরের এই ঘটনা ঘটে। ময়না তদন্তের জন্য দেহটিকে ইতিমধ্যে পাঠানো হয়েছে, স্থানীয় সরকারি হাসপাতালে । পুলিশী তদন্ত চলছে ।