ইতিহাসের সাক্ষী গঙ্গাসাগর ! ভয়ঙ্কর ভাঙন রুখতে কোমর বাঁধল প্রশাসন

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: মঙ্গলবার ২৮,অক্টোবর :: আসন্ন গঙ্গাসাগর মেলা ২০২৬-এর আগে সাগরতটে যুদ্ধকালীন তৎপরতা। সমুদ্রের ভয়ঙ্কর ভাঙন রোধে এবং ক্ষতিগ্রস্ত সমুদ্র বাঁধ ও সি-বিচ মেরামতির কাজ শুরু করেছে প্রশাসন। জনশ্রুতি রয়েছে, প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছরই ভাঙন বাড়ে, ফলে এবারের প্রস্তুতিতে কোনো ফাঁক রাখতে নারাজ সেচ দপ্তর।ভাঙন রুখতে বিশেষ উপায়ে মাটি সংগ্রহ করে তা সমুদ্র সৈকতে ফেলার কাজ শুরু হয়েছে। সেই মাটি বাঁধ মেরামতির জন্য ঠিকঠাক কিনা, তা মঙ্গলবার স্বয়ং সরেজমিনে এসে খতিয়ে দেখেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। তিনি কাজের অগ্রগতি সম্পর্কে বিশদ খোঁজ নেন।

জানুয়ারির ৮ তারিখ থেকে পুণ্যার্থীদের জন্য গঙ্গাসাগর মেলার দরজা খুলে যাচ্ছে। লক্ষ লক্ষ তীর্থযাত্রীর নিরাপত্তা নিশ্চিত করাই প্রশাসনের প্রধান লক্ষ্য।

এই বিপুল সংখ্যক মানুষের সমাগমের জন্য জেলা প্রশাসন ইতিমধ্যে দফায় দফায় বৈঠক করেছে। নিরাপত্তা, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সহ সমস্ত পরিকাঠামো প্রস্তুত করতে চলছে জোরকদমে প্রস্তুতি।

প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ভেঙে যাওয়া সমুদ্র বাঁধ দ্রুত মেরামত করাই এখন প্রশাসনের কাছে অন্যতম প্রধান চ্যালেঞ্জ। মন্ত্রী ও জেলা প্রশাসনের কর্তারা নিয়মিত কাজের তদারকি করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 16 =