নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শুক্রবার ১১,অক্টোবর :: বাংলার সংস্কৃতি থেকে সর্বধর্ম সমন্বয়, বাঁকুড়া শহরের পুজোগুলিতে এবার থিমের ছড়াছড়ি। ইন্দারাগোড়া হরেশ্বর মেলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজোর এবার ২১ তম বর্ষে নিবেদন ‘বাংলা মোদের গর্ব’।
বাঙালির বারো মাসের তেরো পার্বণ, বছর ভর চলা নানা উৎসবের চিত্র মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপ প্রাঙ্গণে ফাইবারের ২৬ ফুটের বাউল মূর্তি পুজোর অন্যতম আকর্ষণ। মণ্ডপ জুড়ে বাংলার কৃতি সন্তানদের পোট্রেট, পটচিত্র, ছৌ মুখোশ, তালপাতার পাখা এবং বাঁশ ও পাটকাঠির কারুকার্য থাকছে।