ইন্দাস থানার গেট ঘেরাও করে বিক্ষোভ সৌমিত্র খাঁ সহ তিন বিজেপি বিধায়কের,

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: বৃহস্পতিবার ১১,এপ্রিল :: ইন্দাস থানার গেট ঘেরাও করে বিক্ষোভ সৌমিত্র খাঁ সহ তিন বিজেপি বিধায়কের । অবিলম্বে ইন্দাস থানার ওসি বদলের দাবী। পাল্টা কটাক্ষ তৃনমূলের ।

মিথ্যা মামলায় বিজেপি কর্মীদের ফাঁসানোর প্রতিবাদে ও তৃনমূলের দুস্কৃতিদের অবিলম্বে গ্রেফতারের দাবীতে বিজেপির তিন বিধায়ককে সঙ্গে নিয়ে ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভে ফেটে পড়লেন বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ।

বিজেপির থানা ঘেরাও এর এই কর্মসূচীকে কেন্দ্র করে সাময়িক ভাবে উত্তেজনা ছড়িয়ে পড়ে ইন্দাস থানা চত্বরে। দীর্ঘক্ষণ ঘেরাও থাকার পর সৌমিত্র খাঁ বিক্ষোভ তুলে নেন। ইন্দাস ব্লক এলাকায় অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষে এদিন ইন্দাস ওসিকে অবিলম্বে বদলের দাবী তোলে বিজেপি। বিজেপির এই কর্মসূচীকে কটাক্ষ করেছে তৃনমূল।

তৃনমূলের গড় হিসাবে পরিচিত বাঁকুড়ার ইন্দাস। সেই ইন্দাসেই এবার পুলিশের বিরুদ্ধে বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ তুলল বিজেপি। বিষ্ণুপুরের বিজেপি প্রার্থী সৌমিত্র খাঁ এদিন এই অভিযোগকে সামনে রেখে ইন্দাস থানা ঘেরাওয়ের ডাক দেন।

এদিন সকাল থেকে ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল ধাড়া, সোনামুখীর বিজেপি বিধায়ক দিবাকর ঘরামী ও ওন্দার বিজেপি বিধায়ক অমরনাথ শাখা সহ দলের কর্মীদের নিয়ে সৌমিত্র খাঁ ইন্দাস থানার মূল গেট ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন। তাঁর দাবী ইন্দাসের বর্তমান ওসি শাসক দলের হয়ে গ্রাম পঞ্চায়েত নির্বাচন করতে দেননি।

লোকসভা নির্বাচনের মুখে বিজেপি কর্মীদের বেছে বেছে মিথ্যা মামলায় ফাঁসানো হচ্ছে। বিজেপি কর্মীরা আক্রান্ত হলে থানায় অভিযোগ পর্যন্ত নেওয়া হচ্ছে না। তাই এলাকায় সুষ্ঠ ও অবাধ নির্বাচন করতে হলে অবিলম্বে ইন্দাস থানার ওসিকে বদল করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nineteen − 8 =