ইভটিজারদের শিক্ষা দিলেন বরাকরের শিক্ষিকা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বরাকর :: সোমবার ১৪,জুলাই :: পশ্চিম বর্ধমান জেলার বরাকর এলাকায় সাহসিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন এক নারী শিক্ষিকা।

জানা গেছে, স্থানীয় এক স্কুলের ওই শিক্ষিকা যখন প্রতিদিনের মতো স্কুলে যাচ্ছিলেন, তখন রাস্তার ধারে কয়েকজন যুবক তাঁকে উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করতে শুরু করে। একাধিকবার সহ্য করার পর অবশেষে মঙ্গলবার সকালে ওই শিক্ষিকা সাহসের সঙ্গে মুখোমুখি হন ইভটিজারদের।

তিনি একাই একাধিক যুবককে আটক করে স্থানীয় মানুষদের ডেকে আনেন এবং পুরো বিষয়টি জনসমক্ষে তুলে ধরেন। পরে ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তদের গ্রেফতার করে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরেই ওই এলাকায় ইভটিজিং একটি সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, কিন্তু কেউ প্রতিবাদ করতে সাহস পাননি। ওই শিক্ষিকার সাহসিকতা গোটা এলাকাতেই প্রশংসিত হচ্ছে।

আসানসোল উত্তর থানার আধিকারিক জানান, ধৃতদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৫৪ এবং ৫০৯ ধারায় মামলা রুজু হয়েছে এবং ঘটনার তদন্ত চলছে। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় স্তরে শিক্ষিকা ও মহিলাদের নিরাপত্তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকেই জানিয়েছেন, এই ধরনের সাহসী পদক্ষেপ সমাজে পরিবর্তন আনবে এবং ভবিষ্যতে কেউ ইভটিজিং করতে সাহস পাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × two =