রক্তিম সিদ্ধান্ত :: সংবাদ প্রবাহ :: কান্দি :: সোমবার ১৩,মে :: মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের ছাতিনাকান্দি আদিদাপাড়া জিএসএফপি বিদ্যালয়ের ১৯২ নম্বর বুথে ভোট দান প্রক্রিয়ার শুরুতেই
ইভিএম খারাপ হয়ে যাওয়ার জন্য ব্যাহত হলো ভোট দান প্রক্রিয়া, সকাল থেকে ভোট দিতে এসে ভোগান্তির শিকার ভোটারদের। এখন দেখার বিষয় কখন এই ইভিএম ঠিক হয়ে আবারো ওই বুথে ভোটদান প্রক্রিয়া শুরু হয়।