সুদেষ্ণা মন্ডল:: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: বুধবার ৩,ডিসেম্বর :: -২০২৬ সালের বিধানসভা ভোটের প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে জেলায় জেলায়। দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন মহকুমার মোট ৯টি জায়গায় ইভিএম মেশিন ও ভিপি প্যাটের মেশিন পরীক্ষার শিবির চলছে। এই শিবির শুরু হয়েছে ২৭ নভেম্বর থেকে। চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত।
প্রতিবারের ভোটের মতো এবারও যাতে সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া শেষ করা যায় সেজন্য ভোটের ৪ মাস আগে থেকে এই ইলেকট্রনিক ভোটিং মেশিন পরীক্ষা নিরীক্ষার কাজ শুরু করেছে।
দক্ষিণ ২৪ পরগনা বারুইপুর মহকুমায় যেসব বিধানসভা আছে তার ভোটে ইভিএম মেশিন ও ভিভিপ্যাট মেশিন পরীক্ষার সিভিল চলছে বারুইপুর ফুলতলা ভিডিও অফিসের পাশে।
বারুইপুর মহকুমা শাসক চিত্রদ্বীপ সেন সাংবাদিকদের বলেন, ‘ইভিএম মেশিন ও ভিভিপ্যাট মেশিনগুলো ইঞ্জিনিয়াররা চেক করবেন। যেগুলো ভালো মেশিন সেগুলো ওয়ার হাউসে পাঠানো হবে। তবে এই মেশিনগুলোর মধ্যে ২০% এখনো পর্যন্ত খারাপ বেরিয়েছে।’
এই শিবিরের ইনচার্জ ডিএমডিসি সন্দীপ পাঠক বলেন, ‘তৃণমূল, বিজেপি, সিপিআই(এম), কংগ্রেস ও সমাজবাদী পার্টির মতো ৫টি রাজনৈতিক দলের কর্মীরা এখানে আছেন। বারুইপুর মহকুমা এলাকার ৭টি বিধানসভার রাজনৈতিক প্রতিনিধিরা আছেন। বারুইপুর ফুলতলায় দুটি ওয়্যার হাউজ করা হয়েছে ।

