নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিতাই :: বুধবার ১৩,নভেম্বর :: ইভিএম সেলোটেপ লাগিয়ে দেওয়ার অভিযোগ । সিতাই বিধানসভার ৬/০২ নম্বর বুথ হোকদাহ আদাবাড়ি এস এস কে ঘটনা । বিজেপি প্রার্থী দীপক কুমার রায় অভিযোগ তিনি এসে দেখেন ইভিএম প্রথম দুটো বোতামে সেলোটেপ লাগানো রয়েছে ।
বিজেপি প্রার্থী দীপক কুমার রায় :: ফাইল চিত্র
এরপরে তিনি সেই অভিযোগ করার পর প্রিসাইডিং অফিসার সেলোটেপ গুলো খুলে দেয়। যা নিয়ে তৃণমূল পোলিং এজেন্টের সঙ্গে রীতিমত বচসা বেধে যায় বিজেপি প্রার্থী দীপক কুমার রায় এর । তৃণমূল পোলিং এজেন্টএর অভিযোগ বিজেপি প্রার্থী নিজেই পকেটে করে সেলোটেপ নিয়ে এসে লাগিয়ে দিয়েছে