নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভূম :: মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও বীরভূম জেলাতেও কৃতীদের জয়জয়কার। ইলামবাজারের জানুবাজার পীতাম্বর উচ্চ বিদ্যালয়ের উচ্চ মাধ্যমিক স্কুলের পড়ুয়া এবার রাজ্যে দশম স্থান অধিকার করেছে ।সমীর গড়াই এবার উচ্চমাধ্যমিকে রাজ্যের মধ্যে দশম স্থান লাভ করেছে । তার প্রাপ্ত নম্বর ৪৮৯। তার এই কৃতিত্বে খুশি স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে পরিবারের আত্মীয়-স্বজনরা সকলেই ।