নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইলামবাজার :: সোমবার ৫,আগস্ট :: ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলী অঞ্চলের ভরাঙ্গি গ্রামের এক ব্যক্তির টানা বৃষ্টি জেরে সাঁকো বা ব্রিজের নিচে মাছ ধরতে গিয়ে বিপত্তি ঘটে। তড়িঘড়ি সহকর্মী এবং সাধারণ মানুষ ছুটে এসে তাকে তুলে নিয়ে গিয়ে বাড়ি যায় এবং বাড়ি গিয়ে বমি করে।
পরে জানতে পারা যায় তার স্ট্রোক হয়েছে। স্থানীয়রা এবং বাড়ির লোক গাড়ি করে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু সেটাও ব্যর্থ হয়। কিছুটা রাস্তা অতিক্রম করার পরই গাড়িতেই তার মৃত্যু হয় বলেই স্থানীয় সূত্রে বা বাড়ির লোক মারফত জানা যায়।
এই ঘটনা ঘটার পর বাড়ির লোক এবং স্থানীয়দের মধ্যে এক শোকের ছায়া নেমে এসেছে। এটি অনুমান করা হচ্ছে ওই ব্যক্তির বয়স আনুমানিক ৫৩ থেকে ৫৪ বছর ছিল হঠাৎ করে তার মাছ ধরার সময় স্ট্রোক হয় এবং তাকে সহকর্মীরা ধরে হাঁটতে হাঁটতে বাড়ি নিয়ে যায়, পরে বাড়িতে গিয়ে বমি করে তারপরেই এই ঘটনা ঘটে।