নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বালুরঘাট :: মঙ্গলবার ১৩,আগস্ট :: ইলেকট্রিক শখ খেয়ে মৃত্যু হল এক সিভিক ভলেন্টিয়ারের। মঙ্গলবার দুপুরে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বালুরঘাটের গঙ্গাসাগর এলাকায়। পুলিশ জানিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার এর নাম সমিত সরকার (৩৩)।
![](https://songbadprobahtv.com/wp-content/uploads/2024/08/A1-CIVIC-POLICE-SHOCK-E-MRITYU-BALURGHATE-1AB-300x169.jpg)
এদিন বাড়ি থেকে সামান্য দূরে একটি বাড়িতে ইলেকট্রিকের কাজ করছিল সে। যেখানেই হাইভোল্টেজের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয় সে। ঘটনার পরে তড়িঘড়ি বাড়ির লোকেরা তাকে বালুরঘাট সুপারস্পেশালিটি হাসপাতালে নিয়ে আসলেও শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেছে। এদিন এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে মৃত সিভিক ভলেন্টিয়ারের পরিবারে।