ইসকনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন বিজেপি সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মানেকা গান্ধী, জবাব ইসকনের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ২৮,সেপ্টেম্বর :: সবচেয়ে বড় প্রতারক ইসকন, কসাইদের কাছে গরু বিক্রি করে’, মানেকা গান্ধীর অভিযোগ ঘিরে শোরগোল পড়েছে । কলকাতা ইসকনের তরফে এদিন একটি ভিডিয়ো বার্তায় মানেকা গান্ধীর আনা যাবতীয় অভিযোগ খারিজ করেছেন মুখ্য জন সংযোগ আধিকারিক রাধারমন দাস।

একইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ভিডিয়া বার্তায় তিনি বলেন, ‘মানেকা গান্ধী ইসকনের সম্পর্কে সম্পূর্ণ মিথ্যে কথা বলছেন। আমার মনে হয় তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছেন।

তিনি এক সময় কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, তা সত্ত্বেও এমন নির্লজ্জ মিথ্যে কথা বলায় আমরা আশ্চর্য হচ্ছি। আমরা সবাইকে জানাতে চাই, যে ইসকনের গোশালায় গিয়ে দেখুন কীভাবে ভক্তরা গোমাতার সেবা করছেন।’

তিনি আরও বলেন, ‘মানেকা গান্ধী বলেছেন তিনি আনন্দপুর গোশালায় গিয়েছিলেন। কিন্তু সেখানকার ভক্তরা জানিয়েছেন তাঁরা বিজেপি সাংসদকে কখনও সেখানে দেখেননি। আমাদের দাবি, সাংসদ যেন প্রমাণস্বরূপ সেখানে যাওয়া ও গোশালার গোরুদের ভিডিয়ো প্রকাশ করেন।

মানেকা গান্ধী মিথ্যে কথা বলছেন। আমরা ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। গো সেবার জন্য ইসকন গোটা ভারতে প্রসিদ্ধ। যাঁদের কোনও কাজ নেই, তাঁরা প্রচার পাওয়ার জন্য সনাতন ধরমের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন।

গোটা ভারতে ইসকনের ৪ কোটি ভক্ত রয়েছে। আমাদের অনুরোধ পার্টির তরফে যেন ওঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হয়। গান্ধী বলেছেন তিনি আনন্দপুর গোশালায় গিয়েছিলেন। কিন্তু সেখানকার ভক্তরা জানিয়েছেন তাঁরা বিজেপি সাংসদকে কখনও সেখানে দেখেননি। আমাদের দাবি, সাংসদ যেন প্রমাণস্বরূপ সেখানে যাওয়া ও গোশালার গরুদের ভিডিয়ো প্রকাশ করেন।

মানেকা গান্ধী মিথ্যে কথা বলছেন। আমরা ওঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। গো সেবার জন্য ইসকন গোটা ভারতে প্রসিদ্ধ। যাঁদের কোনও কাজ নেই, তাঁরা প্রচার পাওয়ার জন্য সনাতন ধরমের বিরুদ্ধে এই ধরনের কথা বলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + seven =