নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদিয়া :: ২০শে, মার্চ :: রবিবার বিকেলে মায়াপুর ইসকন মন্দিরে আসলেন সমাজবাদি পার্টির নেতা ততা উত্তরপ্রদেশের প্রাক্তন মূখ্য মন্ত্রী অখিলেশ যাদব । রবিবার মায়াপুর ইসকনে তাকে স্বাগত জানান ইসকন কর্তৃপক্ষ । সেখানে এসে প্রথমে তিনি কোচ বিল্ডিংএ বিশ্রাম নিয়ে পরে চন্দ্রোদয় মন্দিরে পুজা দেন এবং টি ও ভি পি মন্দির দর্শন করেন ।
এদিন এই মন্দিরে এসে তিনি কোনো রাজনৈতিক কথা না বললেও তিনি বলেন আমি প্রথম থেকেই ঠিক করেছিলাম পশ্চিমবঙ্গে আসলেই মায়াপুর ইসকন দর্শন করবো,। তিনি বলেন শ্রী চৈতন্য মহাপ্রভু ও তার আদর্শে চলা মানুষের কথা শুনেছি তাই এবার পশ্চিম বঙ্গে এসে ইস্কনে এসে আশির্বাদ নিলাম,।
পাশাপাশি তিনি আরও বলেন এখানে এসে খুব ভালো লাগলো এই মন্দির দর্শন করে । এই মন্দিরে ভক্তদের জন্য বিভিন্ন রকম ব্যবস্থা করা হয়েছে । এত বড়ো মন্দির খুবই ভালো লাগছে এখানে এসে । যদিও গো মাতার পুজার ব্যবস্থা ইসকনের পক্ষ থেকে করা থাকলেও বৃষ্টির কারনে সেই গো পুজা সম্ভব হয়নি। এদিনের অখিলেশ যাদবের এই সফরকে ঘিরে প্রশাসনের তরফে নজরদারি ও নিরাপত্তার ব্যাবস্থা ছিল যথেষ্ট আঁটোসাটো।