ইসলামপুরের পরিত্যক্ত আবাসনে নেশার ঠেক, প্রতিবাদ করায় আক্রান্ত সরকারি কর্মচারী।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: ইসলামপুরের পরিত্যক্ত আবাসনে নেশার ঠেক, প্রতিবাদ করায় আক্রান্ত সরকারি কর্মচারী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। পুলিশকে করা ব্যবস্থা নেওয়ার জন্য জানান তিনি।

জানা গিয়েছে ইসলামপুর কোর্টে মাঠের চারদিকে রয়েছে পরিত্যক্ত সরকারি আবাসন। সেই কিছু আবাসন ভালো থাকায় ইসলামপুর বিভিন্ন সরকারি দপ্তরের কর্মীরা পরিবার নিয়ে বসবাস করেন। অভিযোগ বহুদিন ধরে কিছু সমাজবিরোধী সেই আবাসন গুলিতে নেশার ঠেকে পরিণত করেছে।

শুধু তাই নয় মাঝেমধ্যে সেই আবাসন গুলিতে যুবতীদের নিয়ে একসাথে নেশা করার অভিযোগ উঠে। কিছু আবাসন ভালো থাকায় সরকারি কর্মচারিরা বসবাস করেন। অভিযোগ গতকাল এই নিয়ে আবাসনে থাকা পরিবারের সদস্যরা প্রতিবাদ করলে একটু ঝামেলা সৃষ্টি হলে পরে সবকিছু ঠিক হয়ে যায়।

এরপর আজ সকালে ঘটনাস্থলে ইসলামপুর পুলিশ আসলে বিষয়টি ক্ষতিয়ে দেখে চলে যাওয়ার পর কিছু সমাজবিরোধী যুবকরা এসে ঝামেলা সৃষ্টি করে। এর প্রতিবাদ করতে গেলে আক্রান্ত হতে ইসলামপুর মহকুমা শাসক দপ্তরের এক সরকারি কর্মী ও তার পরিবারের সদস্যরা।

ঘটনার খবর পেয়ে ফের ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছায়। তার কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলে ছুটে আসেন ইসলামপুর পৌরসভার চেয়ারম্যান কানাইয়ালাল আগরওয়াল। বিষয়টি পুলিশ প্রশাসনের নজরে নিয়ে আসা হয়েছে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × four =