নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: বৃহস্পতিবার ২২,জুন :: ইসলামপুরে করিম গোষ্ঠীর সক্রিয় কর্মীদের মারধরের অভিযোগ উঠল কানাইয়া গোষ্ঠীর লোকজনের বিরুদ্ধে। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের মাটিকুন্ডা ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের ছঘরিয়া এলাকায়। এই ঘটনায় করিম গোষ্ঠীর তিনজন আহত হয়েছেন।
আহতরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। অন্যদিকে অভিযোগ অস্বীকার রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুনের। জানা গিয়েছে বুধবার রাতে ছঘরিয়া গ্রামে ইসলামপুরের বিধায়ক আব্দুল করিম চৌধুরীর ঘনিষ্ঠ নির্দল প্রার্থীর সমর্থকরা কয়েকজন একত্রে বসে ছিল, সে সময় আচমকা তৃণমূল জেলা সভাপতির লোকজনেরা বাঁশ লাঠিসোটা দিয়ে মারধর করে বলে অভিযোগ।
এই ঘটনায় করিম গোষ্ঠীর তিনজন জখম হয়। জখমরা ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। সাংবাদিকদের কাছে সমস্ত অভিযোগ অস্বীকার করেন রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক কৌশিক গুন। তিনি বলেন, একটা ছোটো ঘটনা ঘটেছে। তবে কোন গোষ্ঠীর বিষয় নয়। ওখানে সবাই তৃণমূল। নির্দলের কোনও অস্তিত্ব নেই।