নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইসলামপুর :: শনিবার ১২,এপ্রিল :: ইসলামপুর কলেজে আবারও দেখা দিল বিশৃঙ্খলা। ছাত্রদের দাবি, তারা কলেজের উর্দু বিভাগের ষষ্ঠ সেমিস্টারের পাঠরত। তারা দাবি করেন, ওই অধ্যাপক সহ আরো ঐ বিভাগের দুই অধ্যাপকের বিরুদ্ধে ক্লাস না নেওয়ার অভিযোগ তোলেন।
কাঞ্চন রায়ের বক্তব্য, আমাদের কলেজে ক্লাস নেওয়ার বাইরেও অনেক কাজ থাকে শিক্ষা সংক্রান্ত বিষয়ে। এদিনও সেই কাজে ব্যস্ত ছিলাম। তিনি আরো বলেন ইংরেজি বিভাগের মতন ক্লাস অন্য কোন ক্লাসে হয় না । অন্য বিভাগে হয় না।
আর কলেজের বিদায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষ ওই ছাত্রদের ষড়যন্ত্র করে পাঠিয়েছে। কারণ আমরা ওই ছাত্রদের কলেজে কখনো দেখতে পাই না তারা আদৌ কলেজের নিয়মিত ছাত্র কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। ইংরেজি বিভাগের ছাত্ররা জানিয়েছে, কলেজে আমাদের বিভাগে নিয়মিত ক্লাস হয়।