নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: রবিবার ২৯,ডিসেম্বর :: বালি বোঝাই ডাম্পারের নিচে চাপা পড়ে মৃত্যু হল এক বৃদ্ধার । ঘটনাটি দামোদর নদ থেকে ইসিএল সাইডিংয়ে এ বালি নিয়ে যাওয়ার সময়, অমৃতনগর কোলিয়ারির কাছেই বেহাল রাস্তার মধ্যে ঘটে ।
বৃদ্ধা ওই মহিলার নাম চিন্তা দেবী গেনেরি, বয়স৫৭। জানাযায় যে ওই বৃদ্ধা নাতির সঙ্গে স্কুটিতে করে পুজো করতে গিয়েছিল ।
সেইসময় ওই খারাপ রাস্তা দিয়ে যাবার সময় ওই বালি বোঝাই ডাম্পার চলে আসে এবং ধাক্কা মারে ফলে ডাম্পারের নিচে চাপা পড়ে যায় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ঘটনায় এলাকার আশেপাশের মানুষ ছুটে এসে ক্ষতিপূরণের দাবিতে পথ অবরোধ করে
তাছাড়া তাদের দাবি রাস্তাটি বেহাল অবস্থায় রয়েছে এর মধ্যেই ভারী যানবাহন যাতায়াত করছে সেসব যানচলাচল করতে দেওয়া যাবেনা এবং ওই রাস্তা দিয়ে বালি চলাচল করা যাবে না এই দাবি করে তারা মৃতা বৃদ্ধার দেহ রাস্তায় ফেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়