সুব্রত বাউরী :: অন্ডাল :: পশ্চিম বর্ধমান :: অন্ডাল :: সংবাদ প্রবাহ :: মঙ্গলবার অন্ডালের মুকুন্দপুর এলাকায় ইসিএল-এর বালির ট্রাক থামায় স্থানীয় লোকজন। মুকুন্দপুর বাউরী পাড়ার বাসিন্দাদের অভিযোগ, রাস্তার রক্ষণাবেক্ষণের দায়িত্ব ইসিএলের হলেও দীর্ঘদিন যাবৎ রাস্তা সংস্কারের কোনো কাজ করেনি ইসিএল। ফলে দিন দিন রাস্তা ভেঙে যাচ্ছে এবং পুরো রাস্তা খানাখন্দে ভরে যাচ্ছে। তার ওপর দিয়ে ক্রমাগত রাস্তা দিয়ে যাচ্ছে ইসিএলের বালি বোঝাই গাড়ি। তাই মঙ্গলবার ধর্নায় নামেন মুকুন্দপুর গ্রামের বাউরি পাড়ার বাসিন্দারা। তারা দাবি করেন, ইসিএলকে সড়ক মেরামত করতে হবে এবং এ সড়কে বালি বোঝাই যানবাহন চলাচল বন্ধ করতে হবে। বিকাল ৪টা থেকে ৬টা পর্যন্ত। ইসিএল কতৃপক্ষ ও বালি গাড়ি মালিকদের কোনো সাড়া না পাওয়ায় তারা বালি বোঝাই ট্রাক থামিয়ে বিক্ষোভ করে।