নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: জামুরিয়া :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: ইসিএল গ্রামবাসীদেরকে দেওয়া প্রতিশ্রুতি পুরন না করে জোরপূর্বক খেলার মাঠ দখল করে পুনর্বাসন প্রকল্পের কাজ করছে ইসিএল কতৃপক্ষ। ঘটনাটি জামুরিয়া থানার অন্তর্গত কেন্দা ফাড়ির চিচুড়িয়া পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়ায় ।
এরই প্রতিবাদে সোনাপুর বাজারি এরিয়া অফিসের সামনে গ্রামবাসীরা বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়েছিল ইসিএল আধিকারিকের কাছে। তারপর থেকে প্রায় দেড় মাস কেটে গেলেও কিন্তু গ্রামবাসীদের সাথে কোন রকম কোন আলোচনা করেনি ই সি এল কর্তৃপক্ষ।
গ্রামবাসীদের সাথে কোন আলোচনা না করে আজ ফের পুনর্বাসনের কাজ শুরু করে ইসিএল কতৃপক্ষ। তাই গ্রামবাসীরা আজ আবারো কালো পতাকা হাতে নিয়ে বিক্ষোভে নামে । পুনর্বাসন এবং খেলার মাঠের চারপাশে কালো পতাকা ঘিরে দেয় গ্রামবাসীরা।
বিক্ষোভকারিরা জানান, চিচুড়িয়া পঞ্চায়েতের ডাঙ্গাল পাড়া সংলগ্ন এলাকায় ইসিএল পুনর্বাসন প্রকল্পের জন্য এলাকায় মানুষজনের কাছে জমি নিয়েছে।সেই জমির পাশেই রয়েছে বহু বছরের পুরনো ফুটবল মাঠ।সেই মাঠ ইসিএল জোর করে দখল করছে বলে অভিযোগ স্থানীয়দের।
এছাড়াও ইসিএল এই প্রকল্পের কাজ শুরু করার আগে এলাকার বাসিন্দাদের প্রতিশ্রুতি দিয়েছিল এলাকায় বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ, একটি ম্যারেজ হল,একটি সংস্কৃতি মঞ্চ এবং ঐ খেলার মাঠের পরিবর্তে অন্য জায়গায় মাঠ তৈরি করে দেওয়ার।
বিক্ষোভকারিরা আরও জানান এলাকায় মানুষজনেদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে রাস্তায় বিদ্যুতের সরঞ্জাম কিনে রাস্তায় বিদ্যুৎ লাইট জ্বালানোও হয়ে ছিল।কিন্তু আসন্ন পঞ্চায়েত নির্বাচনের আগে হটাৎ করে সেই বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়া হয়।
এই বিষয়ে স্থানীয়রা জানতে চাইলে ইসিএল কর্তৃপক্ষ জানায় নির্বাচনের পরে আবার তা দেওয়া হবে। কিন্তু নির্বাচনের ১ মাস পেরিয়ে গেলেও এখনো বিদ্যুৎ সংযোগ না করেই ইসিএলের বাকি কাজ চালু রেখেছে।