নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গারুলিয়া :: ১০,মে :: খনিজনিত কারণে ধস, চাষের জমিতে জল না দাঁড়ানোর সমস্যা, এছাড়াও বাড়িঘরে ফাটল। বহুদিন ধরেই এই দাবি নিয়ে আন্দোলন করে আসছিল ইসিএল এর সাতগ্রাম এরিয়ার নিমচা খনির আশেপাশের আদিবাসী এলাকার গুলির বাসিন্দারা। কিন্তু কোনওরকমের সুযোগ সুবিধা না পাওয়ায় এবার তারা আন্দোলনে নামল বুধবার
ইসিয়েলের সাতগ্রাম এরিয়ার রানীগঞ্জের নিমচা হাইওয়াল খোলা মুখ কয়লা খনিতে আদিবাসীরা বিক্ষোভ করল । আদিবাসী বিক্ষোভের জেরে উৎপাদন বন্ধ সকাল থেকেই। খোলা মুখ কয়লা খনিতে লম্বা লাইন দিয়ে দাঁড়িয়ে রয়েছে ডাম্পার। ঘটনাস্থলে
ইসিএলের নিরাপত্তার দায়িত্বে থাকা কেন্দ্র বাহিনী ও নিমচা ফাঁড়ির পুলিশ।
পুনর্বাসন, চাকরি, পানীয় জল সহ বিভিন্ন দাবিতে চলছে আন্দোলন। দাবি না মানলে আন্দোলন চলবেই বলে জানিয়েছেন আদিবাসীরা।