নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সোদপুর :: ইয়ুথ অ্যাসোসিয়েশনের উদ্যোগে জগদ্ধাত্রী পুজোর সূচনা হল উত্তর 24 পরগনার সোদপুর অমরাবতী মাঠে ।প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে পুজোর শুভ সূচনা করেন সঙ্গীত শিল্পী নচিকেতা চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের কৃষি মন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায়, পানিহাটি পৌরসভা মুখ্য প্রশাসক তথা পুজো কমিটির প্রধান পৃষ্ঠপোষক মলয় রায়,উপমুখ্য প্রশাসক সোমনাথ দে সহ অন্যান্য বিশিষ্টজনেরা।
পুজোর প্রধান পৃষ্ঠপোষক মলয় রায় দাবি করেন,”জেলায় ৩০ ফুট উচ্চতার পুজো আর কোথাও সংঘটিত হয়না। সমস্ত রকম কোভিড বিধি মেনে দর্শনার্থীদের প্রতিমা দর্শনের সুযোগ করে দেবেন উদ্যোক্তারা”।মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন,” মায়ের কাছে প্রার্থনা, করোনা মুক্ত করুন বিশ্বকে।”