নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: পবিত্র ঈদ উপলক্ষে বৃহস্পতিবার মধ্যরাতে নিঃশব্দে ‘দুয়ারে বস্ত্র উপহার’ দিয়ে অভিনব কর্মসূচি পালন করলেন শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা।
আদতে মঞ্চ বেঁধে মাইক লাগিয়ে বস্ত্র বিতরণের ছবি তুলে কোনও অনুষ্ঠানের আয়োজন করা নয়, বরং নিঃশব্দে মানুষের পাশে এসে দাঁড়ালেন এরা।
এদিনের কর্মসূচি সম্পর্কে শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সুপ্রভাত মশাট জানান, শিবপুর কেন্দ্র তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে পবিত্র ঈদ উপলক্ষে একটু অন্যরকমভাবে এই কর্মসূচিকে তুলে ধরা হয়েছে।
যাদের প্রয়োজন এমন মানুষের বাড়ির গেটের সামনে রাতের গভীরে প্লাস্টিকে মুড়ে কারও জন্য শাড়ি, কারও জন্য লুঙ্গি যার যেরকম প্রয়োজন নিঃশব্দে সেগুলো রেখে আসা হয়েছে।
পরের দিন সকালে সেইসব উপহার দেখে তাঁরাও খুশি হবেন।আমরা কেউ সান্তাক্লজ নয়। আমাদের মুখ্যমন্ত্রীই সান্তাক্লজ। যিনি কন্যাশ্রী থেকে শুরু করে স্বাস্থ্যসাথী দিনের পর দিন মানুষকে একটার পর একটা উপহার দিয়ে যাচ্ছেন। আমরা তাঁর সৈনিক মাত্র।